অর্পণ নন্দী, কাটোয়াঃ ক্রমাগত বর্ষণ সাম্প্রতিক বন্যার জেরেই কাটোয়ার গাফুলিয়া থেকে বনকাপাসি এই ৮ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বর্ষা এলেই রাস্তা যেন পুকুরে পরিণত হতো। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি।এসব রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধা পড়তে হতো গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীদের। এই রাস্তার উপর দিয়ে গাফুলিয়া থেকে শুরু করে, আলমপুর, গুশুম্বা, গোয়ালপাড়া, বরমপুর, ভালশুনি, দেবগ্রাম, এই ৬ টা গ্রামের মানুষ নিত্য দিনে যাতায়াত করতেন। আর বর্ষা এলেই গ্রামবাসীরা আতঙ্কে থাকতেন, এই রাস্তার উপর দিয়ে কাটোয়া-বর্ধমান, কাটোয়া-বনকাপাসি ও বনকাপাসি-গাফুলিয়া চাকটা এই তিনটি রুটে বাস চলাচল করে। এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকায় বাস চলাচল থেকে শুরু করে ছাত্র-ছাত্রী জীবনে ঝুকিয়ে নিয়ে যাতায়াত করতেন, তাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে নতুন করে রাস্তা তৈরি হওয়ায় হাসি ফুটেছে গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রী দের।
গ্ৰামের স্থানীয় বাসিন্দা ইন্দ্র মন্ডল, দীপক নন্দী, অন্তিম কুমার নন্দী-রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা খুবই খারাপ অবস্থায় ছিল, যাতায়াতে আমাদের খুবই অসুবিধা হতো, বর্ষার নাম শুনলে আমাদের ভয় পেত, তাই দীর্ঘদিন অপেক্ষা করে নতুন রাস্তা তৈরি হওয়ায় আমাদের খুব আনন্দ হচ্ছে।
Social