টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শেষ হয়েছে নির্বাচন বোর্ড গঠন হয়ে গেছে পঞ্চায়েতে, এবার বাকি ছিল পঞ্চায়েত সমিতির। শুক্রবার পূর্ব বর্ধমানের ২৩ টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। সেই মতো বোর্ড গঠন হলো বর্ধমান-২ পঞ্চায়েত সমিতির। এবার নবনির্বাচিত সভাপতি হলেন রাখি কোঙার ও সহকারি সভাপতি হলেন দেবদ্বীপ রায়। এদিন মিছিল করে এসে পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করেন তারা।
উপস্থিত ছিলেন বর্ধমান-২ তৃণমূল ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, সহ-সভাপতি সনৎ মণ্ডল, বৈকুন্ঠপুর-১ পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জি সহ আরও অনেকে।