টুডে নিউজ সার্ভিসঃ বর্ধমানের শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের খাবার টেবিলের সঙ্গী কৃপাময় ঘোষকে এবার তলব করল সিবিআই। বুধবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতেরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য এর আগে তাঁকে ইডি তলব করেছিল । মূলত কৃপাময় ঘোষকে গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে কলকাতায় আনার পথে শক্তিগড়ে জলখাবারের জন্য থামে কনভয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সবুজ পাঞ্জাবি পরা একজন অনুব্রত টেবিলে বসে জল খাবার সারেন এবং তার সঙ্গে কথা বলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। কে এই রহস্যময় ব্যক্তি? অনুব্রতের সঙ্গে দেখা করেছিলেন, এমনকি তিনি জলখাবারের বিলও মেটান, তা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। পরে জানা যায় ওনি তৃণমূলের যুবনেতা কৃপাময় ঘোষ। পাশাপাশি অনুব্রতর ছায়াসঙ্গী হিসাবেও পরিচয় রয়েছে তাঁর। এবার শক্তিগড়ে অনুব্রতর সঙ্গে এক টেবিলে খেতে বসা সেই কৃপাময়কে গরুপাচার কাণ্ডে তলব করল সিবিআই।