নাসিগ্রাম শিবগোষ্ঠীর ৩৫তম সরস্বতী পূজার উদ্বোধন করলেন বাজেপ্রতাপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ

Burdwan Today News Service
2 Min Read

বর্ধমানঃসরস্বতী পূজার মন্ডপ ও থিমের প্রতিযোগিতা নাসিগ্রামে তাই আকর্ষণীয় মণ্ডপ ও থিম ভাবনায় প্রতিযোগিতায় জমে উঠেছে ভাতার ব্লকের নাসিগ্রামের সরস্বতী পূজা। গ্রাম জুড়ে প্রায় ৫০ টি সরস্বতী প্রতিমার পূজা হলেও চারটি বড় বাজেটের পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে প্রায় ১০ লক্ষ টাকার বাজেট নিয়ে এবারের পূজা মন্ডপ সজ্জার অভিনবত্ব রয়েছে নাসিগ্রাম শিব গোষ্ঠীর সরস্বতী পুজোয়।

পুজো কমিটির পক্ষে সুব্রত রায়, স্বরূপ হাজরা, বিলাস সামন্ত, সৌরভ রায়, ত্রিদিব নারায়ণ রায়রা বলেন এই বছর এই পূজা ৩৫ তম বছরে পদার্পণ করে। তাই এই বছর রাজস্থানের শীশমহলের আদলে মন্ডপ ফুটে তুলেছে পূর্বমেদিনীপুরের তমলুক থেকে আশা শিল্পীরা। সরস্বতী প্রতিমা আনা হয়েছে পূর্বস্থলীর পাটুলী থেকে।

আলোকসজ্জা বামুনারার। চার দিনের এই পূজার রক্তদান শিবির , বাউল গান, সহ প্রত্যেকদিন আলাদা আলাদা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলেন তারা। উদ্যোক্তারা আরও জানান মন্ডপে শহর গ্রাম বাংলাকে টেক্কা দিলেও কিন্তু শহরের পুজোয় আনন্দ হারিয়ে যায়।তাই শহরের মন্ডপকে টেক্কা দিয়ে পুজোর প্রাণ ফিরিয়ে এলাকার মানুষকে আনন্দ উৎসাহ দেওয়ার জন্যই এই পুজোর মূল উদ্দেশ্য। এই পুজো উপলক্ষে ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম সহ জেলার অন্যান্য ব্লক থেকে প্রচুর মানুষজন ভিড় করে একটি মিলনক্ষেত্র তৈরি করে বলে জানান উদ্যোক্তারা।

তাই বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ডপের প্রবেশদ্বারের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বাজেপ্রতাপপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামী শ্রীমৎ অজ্ঞেয়ানন্দ মহারাজ। সঙ্গে ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত অধিকারী, বড়বেলুন দুই নম্বর অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *