টুডে নিউজ সার্ভিসঃ রাজ্য সড়ক জলে ডুবে আছে ,জলমগ্ন জিটি রোড। হঠাৎ করে দেখলে মনে হবে মুসুলধারে বৃষ্টি হয়েছে তাই এই জল জমেছে। না এমন টা নয় বিগত কয়েক সপ্তাহ ধরে বর্ধমানে ছিটে ফোঁটাও বৃষ্টিপাত হয়নি। তাহলে বর্ধমান শহরে এত জল এলো কোথা থেকে ! বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে এই জলছবি ও জমা জলে বেহাল অবস্থা বহুদিন ধরেই । রাস্তার পাসেই বিশাল সপিংমল ও আবাসন আছে।
নেই সঠিক নিকাশি ব্যবস্থা নেই কোন নিকাশি ব্যবস্থা, নিকাশি নালা । রাস্তার ধারে হামেশাই জমে থাকে নোংরা জল । জমে থাকছে নোংরা দুষিত জল আর এই জল পেরিয়েই সাধারণ মানুষ কে তাদের নিত্য নৈমিত্তিক কাজ করতে হচ্ছে ।হোলদোল নেঅ প্রশাসনের । যদিও গোলাপবাগ মোড়ে রাস্তার এপার ওপার সংযোগ করে নতুন নিকাশি নালা তৈরি করার কাজ শুরু হলেও কাজ চলছে অত্যান্ত মন্থর গতিতে । কবে জল যন্ত্রনা থেকে সাধারণ মানুষ রেহাই পাবে সে দিকেই তাকিয়ে আছে সকলে ।