জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃপূর্ব বর্ধমান জেলার মেমারি , কালনা সুপার ফেসিলিটি হাসপাতালের সঙ্গে আজ দুপুরে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিষয়ের উপর খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের চিপ সেক্রেটারি ডাক্তার স্বপন সোরেন, সহকারী চিপ সেক্রেটারি ডাক্তার কৃষ্ণেন্দু মুখার্জী, সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়রাম হেমব্রম, সহ বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একটি মেডিকেল টিম।
মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখ্য চিফ সেক্রেটারি, ও জয়েন্ট চিপ সেক্রেটারি , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম পরিদর্শনে আসা মাত্রই স্বাগত জানান মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পার্থ সারথি ভান্ডারী সহ মন্তেশ্বরের স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা ফুলের তোড়া, উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তাদের। মুখ্য চিপ সেক্রেটারি, জয়েন্ট চিপ সেক্রেটারি সহ মেডিকেল টিম মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের রুগীদের বিভিন্ন ওয়ার্ড, অফিস রুম, সহ বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন তারা ।
তার পর স্বাস্থ্য কেন্দ্রের মিটিং হলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পার্থসারথি ভান্ডারীসহ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নার্স ও সমস্ত কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখ্য চিপ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টিম। মেডিকেল টিম এর কাছে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রের বেড বাড়ান, ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও কর্মীরা। তাদেরকে সমস্যা সমাধানের সুরাহা তাড়াতাড়ি হবে বল আশ্বাস দিলেন পরিদর্শনে আসা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিমের আধিকারিকরা। মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে খুশি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত ডাক্তার নার্স ও কর্মীরা।

