জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ যাত্রীবাহী বাস ও ডাম্পারে সংঘর্ষের ঘটনায় আহত ৯ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এই দিন মন্তেশ্বর ব্লকের পুটশুড়ি অঞ্চলের গিরীনগর মোড় সংলগ্ন এলাকায় আজ ভোর ৫টা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির সংঘর্ষ গিরীন নগরের রাস্তার ধারে নজরুল শেখের বসত বাড়ির ভিতরে বাসটি ঢুকে পড়ে । বাড়ির ক্ষয় ক্ষতি হলেও বাড়ির কোন মানুষজনের ক্ষতি হয়নি। বাসে থাকা সমস্ত যাত্রীকম বেশি ১০জন আহত হয়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বাসে চালক , খালাসী ও কন্টাকটার দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় বাসের কন্টাকটার ও খালাসি সহ চালককে গ্যাস কাটার দিয়ে তাদেরকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় মন্তেশ্বর হাসপাতালে খালাসী সহ চালকের অবস্থা খারাপ থাকায় মন্তেশ্বর হাসপাতাল থেকে তিন জন কে বর্ধমান হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
জানা যায় মন্তেশ্বরের সুটরা গ্রামের বাসস্ট্যান্ড থেকে ভোর ৪-৪০ মিনিট নাগাদ বাসটি ছেড়ে মেমারি দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল। এমন সময় পুটশুড়ি অঞ্চলের গিরিনগর মোড় এলাকায় একটি আপেল বোঝাই ডাম্পার বাসের সঙ্গে ধাক্কা মারে এবং বাসটি একটি বসত বাড়ীতে ঢুকে পড়ে।বাসে থাকা কমবেশি ১০জন আহত হয়, বাসের চালক খালাসী সহ তিনজনের বেশ আঘাত গুরুতর। তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর হসপিটাল থেকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা।ঘটনাস্থলে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি ও পুটশুড়ি পুলিস ফাঁড়ির ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে।