ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বিচারে মোহনবাগান ক্যান্টিন ভারতসেরা ঐতিহ্যশালী ক্যান্টিন

Burdwan Today News Service
2 Min Read

টুডে নিউজ সার্ভিস,কলকাতাঃ মোহনবাগান দিবসের প্রাক্কালে ভারতের সর্ববৃহৎ ডিজিটাল জার্নালিস্টদের সংগঠন “ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার” বিচারে ভারতসেরা ঐতিহ্যশালী ক্যান্টিন নির্বাচিত হলো “মোহনবাগান ক্যান্টিন” বা “কাজুদার ক্যান্টিন”। সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচারকমণ্ডলী মোহনবাগান ক্লাবে গিয়ে মোহনবাগান ক্যান্টিনকে এই ভারতসেরা শিরোপা দিলো ।

ভারতের বিভিন্ন খ্যাতনামা ক্যান্টিনের খাওয়ারের গুনগতমান, পুষ্টিগুণ, পরিবেশ পরিচ্ছন্নতা, ক্যান্টিন কর্তৃপক্ষ ও কর্মচারীদের আন্তরিকতা এবং ঐতিহাসিক গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রায় একমাস ধরে এই পর্যবেক্ষণ চালানো হয় । পুরস্কার পেয়ে মোহনবাগান ক্যান্টিনের মালিক কাজুদা বা পলাশ মুখার্জি এবং প্রীতম মুখার্জি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং সম্পূর্ণ প্রতিনিধিমণ্ডলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন । ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন ভারতের বিভিন্ন স্থানে একাধিক পৃথিবীখ্যাত ক্যান্টিন রয়েছে ।

এক একটি ক্যান্টিন আলাদা আলাদা বিভাগে আমাদের কাছে ভারতসেরা শিরোপা পেয়েছে । কিন্তু দেশের সেরা ঐতিহ্যশালী ক্যান্টিন হিসেবে নিরপেক্ষ ভাবেই মোহনবাগান ক্যান্টিন বা কাজুদার ক্যান্টিন আমাদের কাছে সেরার সেরা শিরোপা অর্জন করে নিয়েছে । বিচারক মন্ডলীতে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস, শিল্পী সুরথ চক্রবর্তী, পন্ডিত সুভাষ সিংহরায়, মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী, সমাজসেবী সোমা দে মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।

মোহনবাগান দিবসের প্রাক্কালে ভারতসেরা ঐতিহ্যশালী ক্যান্টিনের শিরোপা পেয়ে মোহনবাগান ক্লাব ও ক্যান্টিন কর্তৃপক্ষ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্যদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করলো ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *