জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রুজিত রুইদাস মন্তেশ্বরের দীর্ঘনগর গ্রামের ক্যানেল পাড় এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে উজনা গ্রামের আজমল হক শেখ-এর বাড়ি থেকে কাঁসার জিনিসপত্র চুরি যায় বলে মন্তেশ্বর থানায় লিখিত জানায়। পুলিশ তদন্তে নেমে ধৃত রুজিত রুইদাস-এর সন্ধান পায় এবং ধৃতের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস উদ্ধার করে পুলিশ। ধৃতকে সোমবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
