টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারী-২ ব্লকে সভাকক্ষে সরকারি উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ২০২৬-এর নির্বাচনের আগে ব্লকের বিভিন্ন এলাকাকে উন্নয়নের মোড়কে মুরে ফেলায় লক্ষ্য ।
যাতে কাজে কোনো খামতি না থাকে সে বিষয়ে নজর রাখার বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী ছাড়াও বিডিও বিশাখ ভট্টাচার্য্য, জয়েন্ট বিডিও সব্যসাচী দাস, বিএমওএইচ স্বপ্নদীপ বোটব্যাল, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ সভাপতি গারফার মল্লিক, সহ ৯টি পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ আরও অনেকে।
