‘নীচু পোস্টে’ বদলি করা হল ডাঃ সুবর্ণ গোস্বামীকে

Prabir Mondal
2 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বারবার বদলির মুখে পড়লেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ (২) পদে কর্মরত সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হয়েছে। বুধবার স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বদলির নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে সুবর্ণ গোস্বামীকে ১৪ বার বদলি হতে হয়েছে। বারবারই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গিয়েছে তাঁকে। আরজি করের ঘটনার প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সেই সময় তাঁর মন্তব্য, “নির্যাতিতার হাইমেনের ভিতর থেকে ১৫০ গ্রামের বেশি লিকুইড স্যাম্পল পাওয়া গিয়েছে, হয়তো রক্তমাখা বীর্য।” এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বাম আমলে ৬ বার এবং তৃণমূলের আমলে ৮ বার বদলি হয়েছেন তিনি। নিন্দুকদের মতে, পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে বদলির নেপথ্যে তাঁর ধারাবাহিক প্রতিবাদ আন্দোলনই মূল কারণ। যদিও এই বিষয়ে ডাঃ সুবর্ণ গোস্বামী খুব একটা ভাবিত নন।

পূর্ব বর্ধমানে ডাঃ সুবর্ণ গোস্বামীর পরিবর্তে অস্থায়ীভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওই জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুনেত্রা মজুমদারকে। তবে এই বদলি নির্দেশ নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে।

বদলির বিষয়ে ডাঃ সুবর্ণ গোস্বামী তিনি জানান, “এই সরকারের আমলে আমার আট বার বদলি হলো। অভয়া আন্দোলন কবে থেকে শুরু করেছি সেই সময় লালবাজার থেকে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো, সমন পাঠানো, পরে মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্টলেকে মিথ্যে অভিযোগ জানানো এবং এখন আবার বদলি। বদলি দার্জিলিংয়ের এমন জায়গায় করা হলো যেখানে একটা ছোট হাসপাতাল এবং সেখানে বেশি রোগী থাকে না। এমনকি নীচু পোস্ট দিয়ে পাঠানো হচ্ছে আমাকে। আরজি কর ঘটনার প্রতিবাদে সামনের সারিতে থাকার জন্য এক কথায় সরকারের প্রতিহিংসা আচরণ।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *