টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র সহ বিজেপি নেতৃত্বের উপর কালো পতাকা দেখানো এবং আক্রমণের প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হল বিজেপি। বৃহস্পতিবার বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা-এর নেতৃত্বে বর্ধমান টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কার্জন গেটের সামনে বেশ কিছুক্ষন রাস্তা অবরোধ করা হয়।
অভিজিৎ তা জানান, “তৃণমূল সরকারের এই অত্যাচার বিজেপি কখনোই মেনে নেবে না। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার ও আক্রমণ চলছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব এবং প্রতিবাদ চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। এই ঘটনার উপযুক্ত বিচার না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবে বিজেপি।”