জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চুরি করে টোটো নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও এক চোর। মন্তেশ্বরের মালডাঙ্গা বাজার এলাকা থেকে টোটো সহ তাকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নাদনঘাট থেকে একটি টোটো চুরি করে মালডাঙ্গা দিকে আসার সময় টহলদারি পুলিশের গাড়ি ওই টোটো চালককে আটকায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং টোটোর কাগজপত্র দেখতে চায়। কোনো কাগজপত্র দেখাতে পারেনি সে, শেষ পর্যন্ত পুলিশের জেরায় সে স্বীকার করে টোটোটি চুরি করেছে। টোটোটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করে পুলিশ। ধৃত আরফাত শেখ নাদন ঘাট এলাকার বাসিন্দা। শনিবার ধৃতকে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনায় ধৃতের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তাহা জানার জন্য ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে।
