টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা। মৃতা মহিলার নাম চৈতালি বণিক (৪০), দুর্গাপুরের ধোবি ঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা। তিনি দুয়ারে দুয়ারে ঘুরে ধূপকাঠির ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে তার স্বামীর মৃত্যু হয় এরপরে অসহায় মহিলা চৈতালি দেবী সংসার চালাতে দুয়ারে দুয়ারে ধূপকাঠির ব্যবসা করতেন। এর মাঝে বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন। বর্তমানে অভাবের তাড়নায় সেই ঋণ শোধ করতে না পারায় কোম্পানির লোকজন বাড়িতে এসে প্রায়ই অপমান করত। বর্তমানে তার দুই কন্যা যাদের মধ্যে ছোট মেয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন বড় মেয়ের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে তার একটি কন্যা সন্তান রয়েছে, স্বামী মৃত। অভাবের তাড়নায় ঋণের টাকা ঠিক মতন দিতে পারছিলেন না। সোমবার দুপুরে সে বিষয়ে তার বড় মেয়ের সঙ্গে বচসা হয় এরপর মেয়ে বাইরে বেরিয়ে গেলে বিকেল চৈতালী বণিক ঘরের দরজা আটকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন।
মৃতার ননদ সোমা বণিক জানান, অত্যাধিক ঋণের দায়ে এই আত্মহত্যা। আজ দুপুরে খাওয়া-দাওয়ার পর বড় মেয়ের সঙ্গে অল্প একটু ঝামেলা হয়। এরপরে মেয়ে বাইরে চলে গেলে দরজায় খিল আটকে আত্মহত্যা করে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠায়।
