গুজরাটে মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের ৪ জন

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গুজরাটের সোমনাথ দর্শনে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বাংলার পর্যটকের গাড়ি। জানা যায়, রবিবার গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নভী মোরওয়াড গ্রামের কাছে হাইওয়েতে একটি ডাম্পারের সঙ্গে এই পর্যটকদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন। মৃতদের মধ্যে ৪ জনের বাড়ি পূর্ব বর্ধমানে। বর্ধমান শহরের বাদশাহী রোডের রবীন্দ্র কানন এলাকার ৩ বাসিন্দা এবং শ্যামলাল এলাকার একজন। আর ১ জনের আসানসোলের। ওই পাঁচ জন ছাড়াও মৃত্যু হয়েছে গাড়ির চালকের, যার বাড়ি গুজরাটেই।
পরিবার ও প্রতিবেশীদের থেকে জানা যায়, তাঁরা গত ১০ ফেব্রুয়ারি গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ২৫ ফেব্রুয়ারি বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ২৪ ফেব্রুয়ারি বিকেলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন বর্ধমান শহরের প্রাক্তন শিক্ষক দেবব্রত মুখার্জী, তাঁর স্ত্রী রীতা মুখার্জী, তাঁদের সন্তান ঋতব্রত মুখার্জী এবং পারিবারিক আত্মীয় অনিকেত তা, যিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বাকিদের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *