Breaking News

মুম্বাইয়ের স্ট্রীট প্রিমিয়ার লিগে সিরিজের সেরা মেমারির সাগর, পুরস্কার তুলে দিলেন অমিতাভ বচ্চন ও শচীন তেন্ডুলকর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শনিবার রাতের পরে বাংলার ক্রিকেটার সাগর আলীর জীবনটাই যেন বদলে গেল। সোমবার সাগর আলী পৌঁছালো পূর্ব বর্ধমান জেলার মেমারীতে তার নিজের বাড়িতে, সেখানে কার্যতঃ শোভা যাত্রার মধ্যে দিয়ে বরণ করে নেয়া হয় সাগর আলীকে, উৎসাহিত ক্রিকেটপ্রেমী তথা পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজন এবং এলাকার প্রচুর মানুষ স্বাগত জানায় তাকে।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) বর্তমানে টি-১০ ফর্ম্যাটে খেলা হয়, যার মধ্যে ছিল ছয়টি দল। যথা : বেঙ্গালুরু স্ট্রাইকার্স, চেন্নাই সিংগামস, ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ, টাইগার্স অফ কলকাতা, মাঝি মুম্বাই এবং শ্রীনগর কে বীর। ফাইনালের মাঝি মুম্বাইয়ের কাছে হেরে গেল শ্রীনগরকে বীর। সেই হারেও উজ্জ্বল হয়ে থাকলেন বাংলার ছেলে  সাগর আলি। ৪৯৩ রান করে তিনি ম্যান অফ দ্যা সিরিজ হয়। এদিন মুম্বাইয়ের স্ট্রীট প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্যা সিরিজের পুরস্কার তুলে দেয় সাগরের হাতে অমিতাভ বচ্চন ও শচীন তেন্ডুলকর।
এদিন সাগর বলেন, ‘শচীন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে সেরা হয়ে। আমি শুধু এটুকুই বলতে পেরেছি, আপনার খেলা দেখে আমার ক্রিকেটে আসা। আজ আপনার হাত থেকেই সেরার পুরস্কার নিচ্ছি। আমার জীবনে এর চেয়ে বড় রাত আর আসবে না। পাশে দাঁড়ানো অমিতাভ বচ্চনও আমার পিঠ চাপড়ে দিয়েছেন।’
বছর ২৭-এর সাগর ক্রিকেট শুরু করেছিলেন ১৪ বছর বয়সে। মেমারীর কাশিয়াড়া গ্রামের ছেলে সাগর কলকাতার বিএনআর রিক্রেয়েশন ক্লাবে খেলেন প্রথম। সুযোগ পেয়েছিলেন বাংলা অনুর্ধ্ব-১৬ টিমেও। একে একে রেঞ্জার্স, ইউনিয়ন স্পোর্টিং, টাউন ক্লাব, রাজস্থানের মতো ক্লাবে খেলেছেন তিনি। মেমারির সাগর এখন যে গোটা বাংলার ‘হিরো।’

About Prabir Mondal

Check Also

নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার

টুডে নিউজ সার্ভিসঃ নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *