ফের মশাগ্রাম রেলগেট ভেঙে বিপত্তি

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবারও ভেঙে পড়ল পূর্ব বর্ধমানের মশাগ্রাম রেলগেট। হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার মেমারি-তারকেশ্বর রাস্তার উপর মশাগ্রাম রেলগেটটি বুধবার দুমড়ে যায়। জানা যায়, কর্তব্যরত গেটম্যান গেটটি ফেলার সময় গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে পেরোতে যাওয়ায় এক ব্যক্তির মাথার উপরে পড়ে যায় গেটটি। তারপরই গাড়িতে লেগে গেটটি দুমড়ে যায়। গেটের দায়িত্ব রাখা গেটম্যান ওই ব্যক্তিকে এবং তার গাড়িটিকে আটক করে পরবর্তীকালে তাকে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
জানা যায় আহত ওই ব্যক্তির নাম শের আলী, পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার মশাগ্রাম বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি। গেটটি ভেঙে যাওয়ায় দীর্ঘক্ষন মেমারি তারকেশ্বর রাস্তার উপর যানজট সৃষ্টি হয় দাঁড়িয়ে পড়ে একাধিক পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি।

About Prabir Mondal

Check Also

বাইকের সাথে মোটর ভ্যানের সংঘর্ষে আহত ৪

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাইকে সাথে মোটর ভ্যানের সংঘর্ষে আহত হয়েছেন ৪ যুবক। বুধবার সন্ধ্যা নাগাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *