টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুঃসাহসিক ছিনতাই! বাইকের ডিকি ভেঙে টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ একজনকে গ্রেফতার করলো পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ধৃত বিকাশ কুমার যাদব, বিহারের কাটিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের ২৮ তারিখ পাণ্ডবেশ্বর বাজারে বাইকের ডিকিতে টাকা রেখে বাজারের ভেতর গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে দেখেন ডিকির ভেতর থাকা ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই দিনেই পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে। শনিবার রাতে আসানসোল থেকে বিকাশ কুমার যাদব নামের একজনকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা বলেন, “আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। চার দুষ্কৃতি মিলে এই কান্ড ঘটিয়েছিল। আসানসোল থেকে একজন গ্রেফতার হয়েছে। ধৃতকে পুলিশই হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে। চুরি যাওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা চালানো হচ্ছে।”
Check Also
মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …
Social