টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ জাতীয় দাবা প্রতিযোগিতা শুরু হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। উদ্বোধন করলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং, পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। দেশের ২৮টি রাজ্য থেকে ৪১০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিজয়ীরা ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে পারবে বলেও জানান উদ্যোক্তারা।
পশ্চিম বর্ধমান জেলা দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “এই প্রতিযোগিতা ঘিরে বাড়তি উৎসাহ রয়েছে এলাকাবাসীদের মধ্যেও। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতা করা হবে এই ইনডোর স্টেডিয়ামে বলেও আমরা আশাবাদী।”
Tags burdwan district west bengal
Check Also
“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …
Social