প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বর্ধমানে বুধবার শুরু হল ১৭তম ভারত সংস্কৃতি উৎসব। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত টাউন হল ময়দানে এই উৎসব চলবে। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, পদ্মশ্রী প্রাপক পূর্ণদাস বাউল, রামানুস দাশগুপ্ত, কুমার চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্তা, বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান পরেশ সরকার, বর্ধমান উন্নয়ন সংস্থার সহ চেয়ারপার্সন আইনুল হক, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ আরও অনেকে।

এদিন সকালে বর্ধমানের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। ১৯, ২০ ও ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নৃত্যর প্রতিযোগিতা থাকছে মিউনিসিপ্যাল হাইস্কুল প্রেক্ষাগৃহ ও ময়দান, অরবিন্দ স্টেডিয়াম জিমন্যাসিয়াম হল, সংস্কৃতি লোকমঞ্চ, পান্থশালায় এবং এরপর ২৫ থেকে ৩০ ডিসেম্বর বেহালা ব্লাইন্ড স্কুল ময়দান, হল ও বেহালা শরৎ সদনে এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর হুগলির রিষড়া ভলিবল খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ১০টি দেশের সঙ্গে ভারতের ২২টি রাজ্যের মোট ৬০৫২ জন প্রতিযোগী। তার মধ্যে বর্ধমানে ৩০২৫ জন।

উৎসব কমিটির সাধারণ সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার জানান, “শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য সহ শিল্পকলার একাধিক ঘরানা ফুটিয়ে তোলা হবে এই উৎসবে। ভারতীয় সঙ্গীত ও শিল্পকলার প্রচার করাই এই উৎসবের মূল লক্ষ্য। এবছর অন্যান্য বছরের থেকে প্রতিযোগীর সংখ্যা বেড়েছে। আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট হকি খেলোয়াড় অলিম্পিয়ান অশোক কুমার এছাড়াও অংশগ্রহণ করেন সমাজের বিশিষ্ট নাগরিক, শিল্পীগণ, সাহিত্যিক বুদ্ধিজীবী ও ছাত্রছাত্রীরা।