টুডে নিউজ সার্ভিসঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার চা বাগানগুলোয় জনসংযোগে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। আগামী তিন জানুয়ারী ২০২৫ থেকে ২১ জানুয়ারী পর্যন্ত চা বলয়ের ফালাকাটা, নাকাশীপাড়া, কালচিনি, নকশালবাড়ি, মালবাজার সহ আটটা বিধানসভার ব্লকে ব্লকে মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচী করবে তৃণমূল।
তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচী চলবে কার্যতঃ সারা বছরই। ২০১৯ এরপর ২০২৪ এর চা বাগান যে ভাবে আশীর্বাদ করেছে ঘাসফুল শিবিরকে মানুষের এই বিশ্বাসকে আরও শক্তিশালী করতে তৎপর তৃণমূল।
এদিন বিধানসভায় মন্ত্রী মলয় ঘটকের এর ঘরে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
Social