টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুই লরির মুখোমুখি সংঘর্ষে উল্টে গলে গম বোঝাই লরি। জখম ৪। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের ভাতারের বড়পোশলা পেট্রোল পাম্পের কাছে। জানা যায়, বড়পোশলা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে একটি ফাঁকা লরি বেরোনোর সময় অপরদিক থেকে আসা কাটোয়া মুখে FCI-এর গম বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। গম বোঝাই লরি উল্টে যায়। স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতাল ও পরে বর্ধমানে স্থানান্তরিত করে। এই ঘটনায় বেশকিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গাড়ি দুটি আটক করেছে।
