Breaking News

টিউশন পড়তে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার তৃণমূল নেত্রীর ভাইপো

টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ ফের রাজ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। টিউশন পড়তে যাওয়ার সময় দশম শ্রেণীর ছাত্রীকে হাত বেঁধে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানা এলাকায়। শনিবার নির্যাতিতা আত্মহত্যা চেষ্টা করলে বিষয়টি সামনে আসে। শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দেড় বছর ধরে মেয়েটিকে বিভিন্ন ভাবে উত্তক্ত করত। যা নিয়ে কয়েকমাস আগে এলাকায় একটি সালিশি বৈঠকও হয়েছিল। তখন অভিযুক্ত যুবক ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল। পরিবারে দাবি, ওদিন সন্ধ্যায় মেয়েটি টিউশন পড়তে যাওয়ার সময় ওই যুবক তাকে রাস্তা থেকে হাত বেঁধে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায় জঙ্গলে। সেখানে তাকে ধর্ষণ করে এবং ভয় দেখায় ঘটনার কথা কাউকে কিছু জানালে তাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। শনিবার বিকালে নির্যাতিতা বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরিবারের সদস্যরা তা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। সামনে আসে ধর্ষনের বিষয়টিও। শনিবার রাতে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও বিজেপি কর্মীরা মেয়েটির পরিবারকে সঙ্গে নিয়ে গাইঘাটা থানায় আসে। মেয়েটির পরিবার থানায় ধর্ষণের অভিযোগ করে।
নির্যাতিতার পরিবারের দাবি, ছেলেটি পরিবার তৃণমূলের কর্মী। তার পিসি তৃণমূলের নেতৃত্ব। তাদের নাম করে ভয় দেখাত ছেলেটি। অভিযুক্তের শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ঘটনার খবর শুনে আমি থানায় এসেছি। পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। কোনও রং না দেখে অভিযুক্তকে শাস্তি দিতে হবে। বিধায়কের আরও অভিযোগ, ছেলেটির পরিবার তৃণমূল মনোভাবাপন্য।
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, তৃণমূলের পক্ষ থেকে পরিবারকে কোনো রকম ভয় দেখানো হয়নি। বিজেপির পক্ষ থেকে বানিয়ে মিথ্যা কথা বলছে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইন আইনের মত চলবে।

About Prabir Mondal

Check Also

বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা

টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *