টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। মঙ্গলবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। সাধারণ মানুষ তৃণমূলকে নিজের ভেবে সঙ্গে নিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের সমস্ত অনুষ্ঠানে মানুষ জমায়েত করে।
আরজি কর সংক্রান্ত বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আরজি কর নিয়ে দল যা সিদ্ধান্ত নিয়েছে আমরা পালন করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দোষীর শাস্তি চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বাংলার মানুষের জন্য করেছেন।