Breaking News

বুধবার রাজ্যজুড়ে ১২ ঘন্টা ধর্মঘটের ডাক বিজেপির

টুডে নিউজ সার্ভিসঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আন্দোলন চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিছু জায়গায় আন্দোলনকারীদের মাথা ফেটে যায়, আবার কিছু স্থানে পুলিশও আক্রান্ত হয়। এই উত্তেজনার মধ্যে বুধবার ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সাংবাদিক বৈঠক ডেকে এই ধর্মঘট ঘোষণা করেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ধর্মঘট থাকবে। সুকান্ত মজুমদার বলেন, “এই ধর্মঘট ছাত্র সমাজের ওপর পুলিশের ‘অত্যাচার’ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ।” তিনি ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা ছাত্র সমাজকে আইনি ও মেডিক্যাল সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত। পুনরায় হেল্পলাইন নম্বর চালু করা হবে।”

এছাড়াও, ৩০ আগস্ট বিজেপির মহিলা মোর্চার ডাকে সবার রাস্তায় নামার আহ্বান জানান সুকান্ত মজুমদার। তার মতে, “এই আন্দোলন শুধু বিজেপির নয়, এটি সমাজের আন্দোলন।”

বিজেপির ঘোষণার কিছুক্ষণ পরেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এই আন্দোলন ছাত্রদের না সমাজবিরোধীদের ? ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে উন্মত্ত জনতাকে পুলিশ কেবল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পুলিশ কোনো দমনপীড়ন চালায়নি। বিজেপির চক্রান্ত ব্যর্থ হয়েছে, তাই তারা ধর্মঘটের ডাক দিয়েছে। ওদের মুখোশ খুলে গেছে।”

কুণাল ঘোষ আরও বলেন, “কোনো ফাঁদে পা দেবেন না। আগামীকাল পশ্চিমবঙ্গে কোনো ধর্মঘট হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে। বিজেপির ডাকা ধর্মঘট ব্যর্থ করুন।”

About Prabir Mondal

Check Also

সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখতে শহরের রাস্তায় নামলেন পরিবহণমন্ত্রী

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ পর্যাপ্ত সরকারি বাস চলছে কি না, তা দেখতে সরজমিনে পরিবহন ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *