জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ টানা বৃষ্টির জলে এখন জলমগ্ন মন্তেশ্বর ব্লকের বিস্তির্ণ এলাকা। জলের দাপটে, মন্তেশ্বর ব্লকের খড়ি নদীর সংলগ্ন মন্তেশ্বর, বাঘাসন, চন্দ্রপুর লোহার, ধেনুয়া, শাহজাদপুর, তেতুলিয়া, রাইগ্রাম বন্ধুপুর, সুটরা সহ বিভিন্ন গ্রামগুলি।
মালডাঙ্গা মন্তেশ্বর রাস্তায় মালডাঙ্গা মন্তেশ্বরের মাঝে খড়ি নদীর ব্রীজ সংলগ্ন এলাকার লাগোয়া পাকা রাস্তার উপর দিয়ে ছাপিয়ে বইছে জল। তার কারণে বিঘ্নিত যান চলাচল। মোটরসাইকেল, চারচাকা গাড়িগুলি ঝুঁকি নিয়ে ছাপিয়ে যাওয়া জলের উপর দিয়ে পারাপার করলেও, বাস চলাচল বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা বাড়িও এছাড়াও বিস্তির্ণ এলাকায় কয়েকশো বিঘা চাষের জমি জলের তলায় তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘার জমির ফসল। যত সময় গড়াচ্ছে ততই আতঙ্কে এলাকার গ্রামবাসী ও চাষিরা। শুক্রবার জলমগ্ন এলাকা গুলি পরিদর্শন আসছেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। শনিবার আবার এলাকায় পরিদর্শনে আসেন মন্তেশ্বর ব্লক আধিকারিক সৌগত কুণ্ডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ।
ওই রাস্তায় যাতে কোন বিপত্তি না ঘটে তার মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন রয়েছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সর্বক্ষনের জন্য কন্ট্রোল রুম খোলা রেখে সব রকম পরিস্থিতির মোকাবেলা করা হবে বলে জানান মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ।
Tags burdwan district west bengal
Check Also
লাখ টাকা কুড়িয়ে পেয়েও সততার নজির গড়লেন মঙ্গলকোটের তিন বন্ধু
মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ টাকা নিয়ে হানাহানি, চুরি কিংবা ছিনতাই আজকাল প্রায়শই ঘটে। কিন্তু এরই মাঝে …
Social