জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বন্ধুদের সাথে খড়ি নদীর বিলে স্নান করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেল এক কিশোর। ঐ কিশোরের নাম সূর্য ঘোষ, সে স্থানীয় ভুরকুণ্ডা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার মন্তেশ্বরের দেনুড় গ্রাম পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে। ওই কিশোরের বাবা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, পাড়ার কয়েকজন বন্ধু-বান্ধবদের সাথে খেলা করার জন্য খড়ি নদী সংলগ্ন বিলের মাঠে যায়। জল ধরে তারা এগোতে থাকাকালীন জলের স্রোত বেড়ে যাওয়ায় তলিয়ে যায় সূর্য। নৌকা করে কয়েক ঘন্টা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান মেলেনি। তল্লাশি চালু রয়েছে। মন্তেশ্বর পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে কালনা থেকে ডুবুরি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা।
Tags burdwan district west bengal
Check Also
বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …
Social