জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কাটোয়া, মেমারী, পূর্বস্থলী, মন্তেশ্বর ব্লকের দেওয়ানিয়া, কুসুমগ্রাম সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ১৬টি দল নিয়ে বৃহস্পতিবার একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মন্তেশ্বরের ময়নামপুর ফুটবল মাঠে। ময়নামপুর নজরুল স্মৃতি ক্লাবের পরিচালনায় আয়োজিত এই খেলায় ফাইনালে মুখোমুখি হয় দেওয়ানিয়া ফুটবল একাদশ এবং ময়নামপুর ইয়ংস্টার ক্লাব। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোল শূন্য। টাইব্রেকারেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত টসে জিতে চ্যাম্পিয়ন হয় দেওয়ানিয়া ফুটবল একাদশ।
