জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের প্রায় শতাব্দী প্রাচীন সাগর বালা উচ্চ বিদ্যালয়ে নাচ, গান, আবৃত্তি, নবীন বরণের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের নবাগত একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদেরকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দ্বারা কপালে চন্দনের ফোঁটা, ফুলের তোড়া, একটি পেন ও মিষ্টির প্যাকেট হাতে দিয়ে নতুনদের স্বাগত জানিয়ে নবাগত একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয় মন্তেশ্বর সাগর বলা উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, প্রাক্তন শিক্ষক অরবিন্দ ঘোষ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য শুভাশিস ভট্টাচার্য, উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রী ও এলাকার বিশিষ্ট মানুষজনেরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী নবীন বরণ সম্পর্কে তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই বিদ্যালয় থেকে বহু ছাত্র-ছাত্রী, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে, প্রতিষ্ঠিত হয়ে আমেরিকা, কানাডা, সহ বিভিন্ন দেশে কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত।
তাই তিনি বর্তমান ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে এই বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রেখে, ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার কথা জানান প্রধান শিক্ষক অরূপ চৌধুরী।
