টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর-১ পঞ্চায়েতের হীরাগাছির এলাকায়। মৃত ব্যক্তির নাম সুভাষ কুমার দত্ত ওরফে বেলি (৪৪)। বাড়ি হীরাগাছি ঘোষপাড়া এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেড়িয়েছিলেন সুভাষ, রাত ১ টা নাগাদ পরিবার জানতে পারে শক্তিগড়ের আমড়া রেলগেট সংলগ্ন হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। খবর পেয়ে রেলপুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সুভাষ কুমার দত্ত ওরফে বেলি বর্ধমান-দুর্গাপুর জেলা বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। কীভাবে মৃত্যু হল ওই সুভাষের? আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিকে বিজেপি নেতার সুভাষ দত্তের মৃত্যুর খবর পাওয়ার পরেই দিলীপ ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অত্যন্ত মর্মাহত এই খবরে। নির্বাচনের সময় খুব সক্রিয় ভাবে কাজ করেছিলেন সুভাষ। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে পরিবারের পাশে আমরা আছি। কিভাবে এই মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার। শাসক দলের হাত আছে কিনা সেটার জন্য আমরা তদন্ত দাবি করবো।”
Social