Breaking News

মণ্ডল গ্রামে জগৎ গৌরির পুজো

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর বিধানসভার মেমারি-২ ব্লকের মণ্ডল গ্রামের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পাঁচ দিনের মা জগৎ গৌরির পুজোয় মাতলেন মণ্ডল গ্রাম, বামুনিয়া, ভগবানপুর, মন্তেশ্বরের মূলগ্রাম সহ ২০ থেকে ২৫টি গ্রামের মানুষজন। পুরোহিত কুন্তল মুখার্জী বলেন, এই পুজো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দশহারা পূজার পর আষাঢ় মাসের প্রথম পঞ্চমী তিথিতে শুরু হয়ে পাঁচ দিন ধরে চলে এই পূজা। তাই আজ সকাল থেকেই দূর দূরান্ত থেকে মানুষজনেরা মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। মা জগৎ গৌরিকে বিষের নামে পুকুরে স্নানের মাধ্যমে গায়ে হলুদ করিয়ে ঘাট পুজোর মাধ্যমে পুজো শুরু হয়।তারপর মা জগৎ গৌরী সুসজ্জিত চতুর্রদোলায় জেলেদের কাঁধে বহনের মাধ্যমে মণ্ডল গ্রামের প্রত্যেক বেদীতে মা জগতগৌরীর পুজোর মধ্য দিয়ে গ্রাম পরিক্রমা করে। কথিত আছে পরের দিন সকালে মা জগৎ গৌরী মণ্ডল গ্রামের পাশের গ্রাম বামুনিয়া গ্রামে বিবাহ করতে যায় বিবাহ না করে ফিরে আসেন, এটাই পূজার রীতি।

কথায় আছে “কানা কোনে, গোদা বর, বিবাহ হবে না, ঘর চল।” পুরোহিতদের এই শ্লোকের মাধ্যমে মণ্ডল গ্রামে ফিরে আসেন। মণ্ডল গ্রামে পূজাকে কেন্দ্র করে এলাকা বসেছে মেলাও। অনেকে মানত পূরণ হওয়ায় দণ্ডীকাটা, ছাগ বলি দেন। পূজা উপলক্ষে প্রত্যেক দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About Prabir Mondal

Check Also

রাতভর বৃষ্টির জেরে জলের তলায় দুর্গাপুরের বেশ কিছু রাস্তা, ডুবেছে গাড়িও

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বেশ কিছু অঞ্চল। পুরসভার বেশকিছু ওয়ার্ড এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *