টুডে নিউজ সার্ভিসঃ নিটের ফলাফল বেরনোর পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভে দেখাচ্ছে পরীক্ষার্থীরা। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ অনিয়মের অভিযোগে বিতর্ক তুঙ্গে। গত ৪ জুন এই সর্বভারতীয় পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল। তারপর থেকেই দেশজুড়ে বহু পড়ুয়া ও অভিভাবক সরব। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পাশাপাশি কিছু পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া নিয়েও প্রতিবাদ করছেন তাঁরা।
চলতি বছরের নিট বাতিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। সেইমতো মঙ্গলবার নিট সংক্রান্ত একটি মামলার শুনানিতে এনটিএকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি।
ফের নিট নিতে হবে এই দাবিতে সোমবার দিল্লিতে শিক্ষা মন্ত্রকের সামনে এবং নিট এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিভিন্ন সংগঠনের সদস্যরা। অভিযোগ এবার নিট-এ বসেছিলেন ২৪ লাখ পরীক্ষার্থী। নিট হয় ৭২০ নম্বরের। ৪ নম্বরের ১৮০টি প্রশ্ন থাকে। ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে ফুল মার্কস ৭২০ মধ্যে ৭২০ পেয়েছেন মোট ৬৭ জন। এখানেই ফের পরীক্ষা নেওয়ার দাবি করছেন পরীক্ষার্থীরা।
Social