টুডে নিউজ সার্ভিসঃ শনিবার ১ জুন সপ্তম ও শেষ দফার ভোট। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে এদিন ভোট ন’টি আসনে। এদিন সকালে ভোট দিয়ে বের হওয়ার পরেই অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখে ‘চোর চোর’ স্লোগান। উত্তর কলকাতা কেন্দ্রের ১৬৮/২৪৮ নম্বর বুথে ভোট দেন মিঠুন চক্রবর্তী। বুথ থেকে বের হওয়ার পরেই কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্ত বাগান ২২ নম্বর এলাকায় তাঁকে দেখে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। ভোট দিয়ে মিঠুন বলেন, ‘আমি একজন বিজেপি ক্যাডার। আমি আমার কর্তব্য পালন করলাম।’
