দেবনাথ মোদক, বাঁকুড়াঃ কম্পিউটার ক্লাস করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু। ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার চাতরা মোড় এলাকায়। কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ ও এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তায় কিশোরীর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের তরফে বারবারে আশ্বাস দেওয়ার পরেও অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তোলে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। জয়পুর থানার চাতরা মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ওঠে। একইসঙ্গে এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
Tags Accident district west bengal
Check Also
বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট …
Social