টুডে নিউজ সার্ভিসঃ মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বুধবার উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের প্রথম হিসেবে অভীক দাসের নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পরিবারের লোকজন। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। সে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র। ছোট থেকেই স্কুলে ভালো রেজাল্ট করতেন। মাধ্যমিকে ও ভালো রেজাল্ট করবে বলে শিক্ষকরা প্রত্যাশা করেছিলেন। মাধ্যমিকে অভীক রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছিলেন। এবারও পরিবারের লোকজনের পাশাপাশি স্কুলের শিক্ষকদের তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তিনি সকলকে চমকে দিয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন।
অভীক দাস বলেন, “ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি। ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল। আমি অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে। ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি। বিরাট কোহলি আমার প্রিয় খেলোয়াড়।”
Social