জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত জিতু সিং, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা। বিবাহ সূত্রে গত ১৪ বছর ধরে মন্তেশ্বরের বাঘাসনে রয়েছেন তিনি। মঙ্গলবার স্বামী জিতু সিং সাংসারিক ব্যাপারে অশান্তি করে তাকে প্রচন্ড মারধর করে বলে মন্তেশ্বর থানা লিখিত অভিযোগ করে স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। জিতুকে বুধবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …
Social