টুডে নিউজ সার্ভিসঃ সোয়্যাগ শব্দটা বোধহয় তখন চলতি মানেতে ডিকশনারিতেও আসেনি, জানতামও না। সেই বাজারে সাদাকালো টিভিতে শনি রবিতে “গল্প হলেও সত্যি” দিলেই দেড়শো মজা। রবি ঘোষ তো ছিলেনই কিন্তু একটা বড় স্পটলাইট তপন সিংহ রেখেছিলেন যোগেশ চ্যাটার্জী-র উপরে। একটা খাটে বসে গোটা সিনেমাকে এক আঙ্গুলে নাচিয়ে গেছেন দাপুটে এই অভিনেতা। অনেক পরে নায়কেও দেখেছিলাম সেই দাপট। খোদ উত্তম কুমারকে প্রায় ঢেকে দিয়েছিলেন একটা মাত্র সিন পেয়েই। এই দুটো, আর অপুর সংসার বাদে এই মুহুর্তে অন্য কোন ছবির কথা মনেও পড়ছে না। কিন্তু জীবনে পর্দায় অনেক সোয়্যাগ দেখেছি, আল প্যাচিনোর সেন্ট অফ এ ওম্যান, ব্র্যান্ডোর গডফাদার, এমনকি মীরজাপুরের পঙ্কজ ত্রিপাঠি…। কিন্তু “যা করেছি বেশ করেছি। না পোষালে চলে যা”-র মত এমন সোয়্যাগধারী বৃদ্ধ পর্দায় কিংবা বাস্তবে আর দ্বিতীয়টি দেখিনি।
Tags district west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social