Breaking News

স্যালুট যোগেশ চ্যাটার্জী…

টুডে নিউজ সার্ভিসঃ সোয়্যাগ শব্দটা বোধহয় তখন চলতি মানেতে ডিকশনারিতেও আসেনি, জানতামও না। সেই বাজারে সাদাকালো টিভিতে শনি রবিতে “গল্প হলেও সত্যি” দিলেই দেড়শো মজা। রবি ঘোষ তো ছিলেনই কিন্তু একটা বড় স্পটলাইট তপন সিংহ রেখেছিলেন যোগেশ চ্যাটার্জী-র উপরে। একটা খাটে বসে গোটা সিনেমাকে এক আঙ্গুলে নাচিয়ে গেছেন দাপুটে এই অভিনেতা। অনেক পরে নায়কেও দেখেছিলাম সেই দাপট। খোদ উত্তম কুমারকে প্রায় ঢেকে দিয়েছিলেন একটা মাত্র সিন পেয়েই। এই দুটো, আর অপুর সংসার বাদে এই মুহুর্তে অন্য কোন ছবির কথা মনেও পড়ছে না। কিন্তু জীবনে পর্দায় অনেক সোয়্যাগ দেখেছি, আল প্যাচিনোর সেন্ট অফ এ ওম্যান, ব্র্যান্ডোর গডফাদার, এমনকি মীরজাপুরের পঙ্কজ ত্রিপাঠি…। কিন্তু “যা করেছি বেশ করেছি। না পোষালে চলে যা”-র মত এমন সোয়্যাগধারী বৃদ্ধ পর্দায় কিংবা বাস্তবে আর দ্বিতীয়টি দেখিনি।

About Prabir Mondal

Check Also

বাংলার নলেন গুড়ের সন্দেশ পেলো জিআই ট্যাগ

টুডে নিউজ সার্ভিসঃ শীত মানেই নলেন গুড়, মুখে মিলিয়ে যাওয়া সন্দেশ। এবার সেই নলেন গুড়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *