টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শুক্রবার ঘটনাটি ঘটে বর্ধমানের গোদার কাছে ১৯নম্বর জাতীয় সড়কে। জানা যায়, বাসটি আরামবাগ থেকে বরাকর যাচ্ছিল। এই দুর্ঘটনায় কমবেশি ৪ জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে স্থানীয়রাই নিকটবর্তী বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনায় বেশ কিছুক্ষন জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি আরামবাগ বরাকর যাচ্ছিলো। বর্ধমানের তেলিপুকুর এলাকায় স্টপেজ দেওয়ার পর তার নির্দিষ্ট সময় গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য দ্রুতগতিতে চলতে শুরু করে, তখন বাসে ১০-১৫ জন যাত্রী ছিলো, হঠাৎ নবাবহাট মোড়ের আগেই দ্রুতগতিতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের হাইড্রেনে উল্টে যায়। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগায়, খবর দেওয়া হয় বর্ধমান থানায়। বর্ধমান থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।