টুডে নিউজ সার্ভিসঃ বৃহস্পতিবার সাতসকালে অগ্নিকান্ডের ঘটনায় কালো ধোঁয়ায় ভোরে যায় এইমসের টিচিং ব্লক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গিয়েছে হাসপাতালের প্রচুর আসবাবপত্র। পুড়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে এইমস হাসপাতালের টিচিং বিভাগের দ্বিতীয় তলে আগুন লাগে, নিমেষের মধ্যে ছড়িয়ে যায় আগুন। বিল্ডিংয়ের বেশ কয়েকটা অংশ আগুনে পুড়ে যায়।