দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সরকারি অনুমতি না মেলায় কোতুলপুরে বিজয়া সম্মেলনী মঞ্চে বক্তব্য রাখতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কোতুলপুর মোহিনি মোহন ময়দানে বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল কিন্তু এই বিজয় সম্মেলনের পুলিশি অনুমতি না থাকার কারণে সভায় বক্তব্য রাখতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মোবাইলের মাধ্যমে বিজেপির কর্মী সমর্থকদের তিনি বার্তা দেন আগামী ৯ তারিখ তিনি বিষ্ণুপুরে আসছেন এবং আগামী ১৭ তারিখে তিনি কোতুলপুরে প্রচুর মানুষ নিয়ে মিছিল করবেন। তিনি আরও বলেন কালীঘাটের পিসি এবং ভাইপোকে এবং বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি-কে তিনি তীব্র ভাষায় আক্রমণ করতে ছাড়েননি তিনি বলেন পিসি ভাইপোকে খুশি রাখতে বাঁকুড়ার পুলিশ সুপার আমাকে রায়পুর সিমলাপাল এবং ওন্দাতে সভা করতে দেয়নি। তিনি পুলিশ সুপারকে আরও বলেন, পুলিশ সুপার কয়লা বালি কালোবাজারী টাকা তুলে কালীঘাটে পৌঁছে দেওয়ার এজেন্ডা। পুলিশ সভা করার অনুমতি রিজেক্টও করেনি আর অনুমতিও দেননি।বিরোধী দলনেতা আরও বলেন পৃথিবীটা যেহেতু গোল সুতরাং সব হিসাব তোলা থাকছে। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে চোর বলে আক্রমণ করে বলেন, রেশনের কালোবাজারী-পেঁয়াজের মূল্য বৃদ্ধি কয়লা বালি সবারই কালোবাজারী জন্য রাজ্যে হাল খারাপ। তিনি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কালোবাজারীর টাকা দুবাইয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন।
সম্প্রতি পদ্ম ছেড়ে ঘাস ফুলে নাম লেখানো বিধায়ক হরকালি প্রতিহারকে নিয়ে বলেন, ও কোনোদিনই বিজেপির ছিল না কয়লার কালোবাজারী টাকা ভাগ পাওয়ার জন্য তৃণমূলে এসেছে। ও যদি বাপের ব্যাটা হয় তাহলে কোতুলপুরে সভা করে দেখাক এবং ভোটে জিতে দেখাক। কোতুলপুর বিধানসভা থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে বিজেপি জিতবে এমনটাই দাবি করেন বিরোধী দলনেতার।