টুডে নিউজ সার্ভিসঃ রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে তারা আমাকে স্বীকার করেছে”- ইডি দফতরে প্রবেশ করার আগে জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা থেকে সল্টলেক বিসি ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদের প্রায় ২১ ঘন্টা পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আনা হয়।।
শুক্রবার ভোর ৩.২২ মিনিট নাগাদ বাড়ি থেকে বার করা হয়। ৩.৩০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আনা হয়।