অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ বর্ষায় গ্ৰাম বাংলার লোকালয়ে দেখা মিলছে বিষধর সাপেদের। এবার উদ্ধার হল বিরলতম লিউসিস্টিক কমন ক্রেট বা সাদা কালাচ সাপ। হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা বাগনান বিধানসভার রবিভাগ গ্ৰাম পঞ্চায়েতের ডিহিপাড়ায় এই সাদা কালাচ সাপটি দেখতে পাওয়া যায়। মানস দলুই নামের এক ব্যক্তি সন্ধ্যাবেলায় তার বাড়ির উঠানে সাদা রঙের সাপটি দেখতে পায়। তিনি পাশের বাড়ির যুবক রামিজ রাজাকে বিষয়টা জানান। রামিজ রাজা বিএড পড়ছে। তিনি মানস বাবুর সঙ্গে তার বাড়িতে এসে সাপটিকে দেখে মনে করেন এটি হয়তো আলবিনো ধরনের কোনো সাপ। স্থানীয় লোকজন সাপটিকে লাঠি দিয়ে মারতে উদ্যত হলে রামিজ তাদের বাঁধা দেয়। রামিজ সাপটিকে কোনো রকমে বস্তাবন্দি করে। তারপর তিনি ফোন করে খবর দেয় পরিবেশ কর্মী তথা খালোড় গ্ৰাম পঞ্চায়েত সদস্য ঝিন্দন প্রধানকে। এবং ঝিন্দন করে পরিবেশ কর্মী ও বন্যপ্রাণী উদ্ধারকারী চিত্রক প্রামাণিককে। তার ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ও সাপটিকে উদ্ধার করে। এটি একটি দেড় ফুটের তীব্র বিষধর লিউসিস্টিক কমন ক্রেট বা সাদা কালাচ সাপ।
চিত্রক প্রামাণিক জানান, ‘লিউসিজম একটি জেনেটিক মিউটেশন। লিউসিস্টিক প্রাণী সচারাচর দেখা যায় না। প্রাণী জগতে লিউসিজম পিগমেন্টশনের কারণে দেহের ত্বক, পালকের রং সাদা বা ফ্যাকাসে হয়ে যায়। একমাত্র চোখের রং কালো থাকে। চোখের রঙের কোনো পরিবর্তন হয় না।’
তিনি আরও বলেন, ‘এর আগে পশ্চিমবঙ্গ ও সমগ্ৰ দেশে কয়েকবার এই বিরলতম সাপ লিউসিস্টিক কমনক্রেট উদ্ধার হয়েছে। হাওড়া জেলায় এই প্রথম সাদা কালাচ সাপ উদ্ধার হল। সাপটিকে পর্যবেক্ষণে রাখার পর পরবর্তীতে গভীর জঙ্গলে স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হয়। এর পাশাপাশি এলাকার লোকজনকে সাপ নিয়ে সচেতন করেন তাঁরা।’
Social