টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর এলাকার আরও একটি পুরোনো ক্লাব সর্বমিলন সংঘ। এই পরিস্থিতিতে মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিচ্ছেন তাঁরা। চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য নিজেদের ক্লাব ঘরটি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন তাঁরা। এমনকি ক্লাবের এক সদস্যের নিজস্ব গাড়িটিকে জরুরি পরিস্থিতি আম্বুলেন্স হিসাবে মানুষের প্রয়োজনে ব্যবহার করছেন তাঁরা।
মঙ্গলবার ক্লাবের এক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল বলেন, আমাদের ৩০-৪০জন সদস্য নিরলস পরিশ্রম করে কাজ করছেন। ক্লাব ঘরে নিয়মিত ২জন করে ডাক্তার বসছেন। মানুষের সমস্যার কথা শুনে পরামর্শ দেওয়া ও প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে আম্বুলেন্স ও অক্সিজেনের অকাল পড়েছে। ক্লাবের পক্ষ থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। এছাড়া আম্বুলেন্স ব্যবস্থাও করেছি আমরা।
Social