টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার সকালে বর্ধমানের বাজারে হানা এনফর্সমেন্ট বিভাগের। বিভিন্ন বাজারে সবজি মাছ ইত্যাদিতে বেশি দাম কেউ নিচ্ছে কী না তা খতিয়ে দেখেন তারা।
কার্যত লকডাউন চলছে গোটা জেলাতেই৷ কোভিড সংক্রমণের তীব্রতায় এই সিদ্ধান্ত। সেই মোতাবেক সকাল সাতটা থেকে দশটা বাজার খোলা থাকছে। কোথাও নিয়মের ব্যত্যয় হলে পুলিশ গিয়ে বন্ধ করে দিচ্ছে। গতকাল থেকে বাজার দর খতিয়ে দেখতে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে এনফর্সমেন্ট বিভাগ।
জেলা এনফর্সমেন্ট বিভাগের আধিকারিক সমরেশ দে জানান; লকডাউনের সময়ে কেউ জিনিসের দাম বেশি নিচ্ছ কী না তার তা দেখছেন। তিনি জানান; দাম মোটামুটি ঠিকই আছে। বাজারে জিনিসের যোগানও ঠিক আছে।
জানা গেছে গত দু’দিনে বীরহাটা, তেতুলতলা বাজার, স্টেশন বাজার ও ঝুরঝুরেপুল বাজারে তারা পরিদর্শনে যান। বিক্রেতেরা জানিয়েছেন বাজারে মালের যোগান ঠিক আছে। দামও বাড়েনি।
Social