Breaking News

“মানুষ স্বেচ্ছায় গিয়েছেন, আর কুম্ভমেলা আসলে মুক্তিমেলা, মৃত্যুঞ্জয়মেলা”, মন্তব্য রাজ্যপালের

টুডে নিউজ সার্ভিসঃ কুম্ভমেলা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। চলতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে রাস্তায় নেমেছেন বিরোধী বিজেপি শিবির। বৃহস্পতিবার সে প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে নানান ব্যাখ্যা দেন। একই সঙ্গে স্পস্ট করে দেন তিনি রাজ্যপাল হিসেবে রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চান না। তবে, সাধারণ মানুষ হিসেবে এই মেলাকে তিনি ‘মুক্তি মেলা, মৃত্যুঞ্জয় মেলা’ হিসেবেই অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “মৃত্যুকুম্ভ” মন্তব্য প্রসঙ্গে রাজ্যপালের এই মন্তব্য। আজ রাজভবনে ‘দেবদূতের সান্নিধ্যে’ পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচন ছিল। উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল
পিএস শ্রীধরন পিল্লাই, পদ্মশ্রী নগেন্দ্র নাথ রায় ও কেরলের লেখক এ সন্তোষ কুমার। অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন,” আমি কোন রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে মতামত প্রকাশ করেছেন। এটাই ভারতীয় গণতন্ত্রের গঠন। এই সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাই। তবে আমি যতটুক জানি তার ভিত্তিতে আমি কোন রাজনৈতিক বিতর্কএ অংশগ্রহণ করতে চাই না। তবে আমি সেখানে গিয়েছিলাম। ‘অহম ব্রহ্মাস্মি’।” গত ১৭ ফেব্রুয়ারি কুম্ভ মেলাতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে প্রসঙ্গে তুলে তিনি আরও বলেন,”ভারতের মহান সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে কুম্ভ সবচেয়ে ভালো জিনিসের প্রতিনিধিত্ব করে। এটা সমস্ত ভারতীয়দের জন্য গর্বের একটি চিহ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে স্বেচ্ছায় যাচ্ছেন। ভারত একটি মহান শক্তি দ্বারা চালিত এবং কুম্ভ আমাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। কুম্ভ মেলা মুক্তির মেলা, মৃত্যুঞ্জয় মেলা।”
উল্লেখ্য, ‘দেবদূতের সান্নিধ্যে’ পুস্তকের আনুষ্ঠানিক উন্মোচনের পর পদ্মশ্রী পুরস্কার ভূষিত বিশিষ্ট নগেন্দ্রনাথ রায়। রাজ্যপাল এই বইয়ের বিষয়ে জানান,যখন কোনো রাজ্যপাল কোনো বই লেখেন তিনি তার নলেজ শেয়ার করেন। এটা রাজনীতির ঊর্ধ্বে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে। মালয়লয়ম লিটারেচার নিয়ে তিনি সমৃদ্ধ করেছেন। কৃতিক কখনোই বিচার করতে পারেনা ভালো খারাপ কমন রিডার এটা বুঝতে পারে। নিজের কাজের মধ্যে দিয়ে অনেক সুদূর প্রসারী হয়েছেন। ওনার নিজস্ব চিন্তা ধারা আছে।

About Prabir Mondal

Check Also

বর্ধমান থেকে গ্রেফতার আরও এক অনুপ্রবেশকারী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলাদেশী অনুপ্রবেশকারীর পর ফের অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বর্ধমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *