টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মগলামপুর এলাকায়। শুক্রবার স্থানীয় বাসিন্দাদারা অভিযোগ করেন এই গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস গ্রামে রয়েছে ৪-৫ টি পানীয় জলের কল কিন্তু কল গুলো দীর্ঘ প্রায় এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, বারংবার পঞ্চায়েতে বিষয়টি জানানো হলেও ঠিক করা হবে হবে করে কেটে গেলো প্রায় গোটা একটি বছর, কল গুলো সারানোর জন্য মিস্ত্রিও গেছে, খুলে নিয়ে এসেছে কল কিন্তু ঠিক করে দেয়া হয়নি আর। গ্রামে পিএইচই জলের ব্যবস্থা থাকলেও সকালে আর বিকেলে কিছু সময় জল দেয়া হয় তাতে মোটেও মিটছে না জলের সংকট।
গ্রামবাসীদের দাবি গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের মাঠে ঘাটে কাজ করতে হয় তাই কল গুলো থাকলে তাদের যে কোনো সময় জলের চাহিদা মিটতো, মাঝে মাঝে খারাপ হয় পিএইচই জলের পাইপ, অনেক সময় থাকে না বিদ্যুৎ, তখন কোনো উপায় থাকে না, তাই অবিলম্বে যাতে কল গুলো সারানো হয় তার দাবি জানান গ্রামবাসীরা না হলে পঞ্চায়েতে গিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা এমনটাও জানান।
এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জানান, পানীয় জলের কল সারানোর যে যে ফান্ড বরাদ্দ হয় তা বন্ধ হয়ে গিয়েছে, এই পঞ্চায়েত এলাকায় প্রায় ৫০০ টি সরকারি নলকূপ আছে। তা সারাতে যা খরচ তা তাদের নিজস্ব পর্যাপ্ত তহবিল নেই, ফলে পঞ্চায়েতের তরফ থেকে সাধারণ সভায় আলোচনা করে কল সারানো হবে না এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এর ফলে যে এলাকার সমস্যা সে এলাকা তো বটেই গোটা পঞ্চায়েত এলাকায় কোনো কল খারাপ হয়ে গেলে আর সরানো হবে না। পঞ্চায়েতের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
তাদের দাবি সব কল সারানো না হলেও পাড়া ভিত্তিক একটি করে কল সারানো হলেও সাধারণ মানুষের তৃষ্ণা মিটবে।