Breaking News

উগল পুজোয় মাতলো মন্তেশ্বর


জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মা চামুণ্ডা মন্তেশ্বর গ্রামের ঐতিহ্যপূর্ণ প্রাচীন গ্রাম্য দেবী। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগদান করে। মা চামুণ্ডার প্রত্যেক বছরই বৈশাখ মাসে অষ্টমী তিথিতে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হলেও।  প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিনে মন্তেশ্বর এলাকার ও গ্রামবাসীরা মা চামুণ্ডাকে লক্ষ্মী রূপে বরণ করে  আনন্দ উৎসাহের সঙ্গে পূজা করে। এই পূজার এক পুরোহিত বিশ্বজিৎ মুখার্জী ও  পুজো কমিটির এক সদস্য নবগোপাল হাজরা জানান, কথিত আছে প্রায় এক হাজার বছর আগে মন্তেশ্বর গ্রাম ও  আশপাশ এলাকার বাসিন্দারা পৌষ মাসে আমন ধান মাঠ থেকে বাড়িতে তোলার পর মন্তেশ্বরের গ্রাম্য দেবী  মা চামুণ্ডার আরাধনা করে মা চামুণ্ডাকে লক্ষ্মী রূপে উগল  পুজো করেছিল যাতে গ্রামের প্রত্যেক মানুষের ধান অধিক পরিমাণে শস্য হওয়ার জন্য এই পূজা  উদযাপন করে মন্তেশ্বর গ্রামবাসীরা। সেই থেকেই এই গ্রামের বাসিন্দারা পৌষ মাসে আমন ধান বাড়িতে আনার পর পৌষ সংক্রান্তির দিনে মা চামুণ্ডাকে লক্ষ্মী রূপে উগল পূজা করে আসছে।
প্রত্যেক বছরের মতন এই বছরও পৌষ সংক্রান্তি তথা মঙ্গলবার মন্তেশ্বর গ্রামের মানুষজন  এই উগল পূজায়  আনন্দ উৎসাহের সঙ্গে মেতে উঠেছে।  মা চামুণ্ডার মন্দির প্রাঙ্গণে উগল পুজো উপলক্ষে  উপচে পড়া ভিড় দেখা যায়। এদিন বিকালে মন্তেশ্বরের চামুন্ডা মন্দির প্রাঙ্গনে হোম যজ্ঞ, পূজা অর্চনা, আরতি ভোগের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে মা চামুণ্ডাকে লক্ষ্মী রূপে বরণ করে উগল পূজা অনুষ্ঠিত হলো।

About Prabir Mondal

Check Also

‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন

টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *