টুডে নিউজ সার্ভিসঃ বিরোধীদের লাগাতার কুৎসা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোনঠাসা করার চেষ্টা। তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের উপর। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফের নানা অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তার প্রতিরোধ কীভাবে, সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকে সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে।কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়া পরিষেবা মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই। তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরও কীভাবে রাজ্যের সব মানুষকে তাঁদের ন্যায্য প্রাপ্যের কাছে নিয়ে আসা যায়, তা নিয়ে আবারও নেত্রীর বার্তা শুনবেন জেলা থেকে শহরের নেতৃত্ব।বুধবার থেকেই দূর দূরান্তের জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে। যাঁরা আসতে পারেননি, তাঁদের জন্য পুরো বৈঠক অনলাইনে হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে যায়, তারই প্রস্তুতি রাজ্য জুড়ে।