জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের এই নতুন প্রকল্পটি সরকারিভাবে আগামী ২রা আগস্ট থেকে শুরু হওয়ার জন্য আজ বিকালে মন্তেশ্বর বিডিও অফিসের মিটিং হলে মন্তেশ্বর ব্লকের ১৩ টি পঞ্চায়েতের প্রধান , পঞ্চায়েতের আধিকারিকগন , পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মদক্ষদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বরে বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, পঞ্চায়েত আধিকারিকরা সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ ও বিডিও অফিসের অন্যান্য আধিকারিক সহ ব্লকের কর্মীরা ও জনপ্রতিনিধিরা।
মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ ও গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক নিতাই মহালদার জানান
রাজ্য সরকার প্রতিষ্টিত হওয়ার পরেই পশ্চিমবঙ্গ রাজ্যে এ পর্যন্ত প্রায় শতাধিক জনহিত কর প্রকল্প চলছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর সঙ্গে আরও একটি প্রকল্প আগামী মাসের ২ তারিখ থেকে রূপায়িত হতে চলেছে। প্রকল্পটির নাম “”আমাদের পাড়া আমাদের সমাধান” একসঙ্গে তিনটি বুথ কে একত্রিত করে এই শিবির অনুষ্ঠিত হবে প্রত্যেক অঞ্চলে। সেখানে উপস্থিত থাকবেন বিডিও, জয়েন্ট বিডিও,সরকারি আধিকারিক, ও জনপ্রতিনিধিরা।

স্থানীয় মানুষজন সেখানে এসে তাদের অভাব অভিযোগ , নতুবা তাদের প্রস্তাব নথিভুক্ত করবেন, এর মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজনীয় ও বাস্তবচিত যেটি সেই কাজটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে, প্রত্যেকটি বুথের জন্য ১০ লক্ষ টাকা প্রকল্পে ব্যয় হবে বলে জানান তিনি। প্রকল্পটির চলতি দুই মাসের মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ প্রশাসনের কাছে। আসন্ন শারদীয় উৎসবের ক’দিন এই প্রকল্পের কাজ বন্ধ থাকবে। তারপর আবার পুনরায় এই কাজ শুরু হবে, আগামী ১৫ ই জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করার ডেড লাইন বেঁধে দেওয়া হয়েছে বলে জানান পঞ্চায়েতের এক আধিকারিক।
জ